Sambad Samakal

Modi Mamata: ফের বাংলার ভেট হিংসা নিয়ে সরব মোদি! পাল্টা কড়া জবাব মমতার

Aug 12, 2023 @ 4:23 pm
Modi Mamata: ফের বাংলার ভেট হিংসা নিয়ে সরব মোদি! পাল্টা কড়া জবাব মমতার

বাংলার পঞ্চায়েত ভোট পর্ব মিটলেও বিতর্কের যেন শেষ নেই। শুক্রবার পঞ্চায়েত সম্মেলনের মঞ্চ থেকে ফের একবার ভোট হিংসা নিয়ে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

এদিন মোদি বলেন, “পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফেরানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। বাংলার ভোটে তৃণমূল রক্তের খেলা খেলেছে। বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতেও বাধা দেওয়া হয়েছে। ভোটারদের ভয় দেখানো হয়েছে। ভোটে ছাপ্পা দেওয়া হয়েছে। বুথ দখলের জন্য গুন্ডাদের ভাড়া করা হয়েছিল। ব্যালট বাক্স চুরি হয়েছে। এতকিছুর পরেও বিজেপিকে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। এটাই তৃণমূলের রাজনীতির পদ্ধতি।”

প্রধানমন্ত্রীর মোদিকে পাল্টা কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছেন নরেন্দ্র মোদি। উনি চান গরিব মানুষদের মৃত্যু হোক। শুধুমাত্র বিজেপি নেতারা বেঁচে থাকুক। আপনি দুর্নীতি নিয়ে কোনও কথা বলতে পারেন না। কারণ আপনি একাধিক দুর্নীতি ইস্যুতে যুক্ত। কখনও কখনও সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন। সবসময় পারবেন না। আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন মোদি।”

Related Articles