যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। এরমধ্যেই অস্বাভাবিক ভাবে মৃত্যু হল আর জি কর হাসপাতালের এক ইন্টার্নের। ওষুধের ওভারডোজ থেকেই মৃত্যু বলেই সন্দেহ চিকিৎসকদের।
জানা যাচ্ছে, মৃত পড়ুয়া ইন্টার্নের নাম শুভজ্যোতি দাস। দিন কয়েক ধরেই তিনি হাসপাতালের ডিউটিতে আসছিলেন না। নিজের এক আত্মীয়ের ফ্ল্যাটে থাকতেন তিনি। সেখানেই আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় আরজি করে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
সূত্রের খবর, পড়াশোনায় ভালোই ছিলেন শুভজ্যোতি দাস। কিন্তু এমবিবিএস ফাইনাল পরীক্ষায় একাধিক সাবজেক্টে পাশ করতে পারেননি তিনি। তারপর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন বলে খবর।