আগামী ১৫ অগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পদক নেবেন বাংলার ৮ পুলিশ আধিকারিক। যাঁর মধ্যে রয়েছেন এক মহিলা ইন্সপেক্টরও। শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে ১৪০ জন পুলিশ আধিকারিকের নাম ঘোষণা করেছেন, সেই তালিকাতেই রয়েছে বাংলার এই ৮ জনের নাম। তদন্তে সর্বোচ্চ দক্ষতার ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়।
এবছর দেশের যে ১৪০ পুলিশ আধিকারিক এই বিশেষ সম্মান পাচ্ছেন, তাঁদের মধ্যে ১৫ জন সিবিআই, ১২ জন এনআইএর। রয়েছেন ২২ জন মহিলা আধিকারিক।
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলার যে ৮ জন এই সম্মান পাচ্ছেন, তাঁরা হলেন পুলিশ ইন্সপেক্টর পল্লবকুমার গঙ্গোপাধ্যায়, গৌতম সাহা, রানা মিশ্র, শ্রাবন্তী ঘোষ এই মেডেল পাচ্ছেন, সাব-ইন্সপেক্টর আলতাব হোসেন মল্লিক, চিন্ময় বন্দ্যোপাধ্যায়, সুষম মিত্র এবং তুষিময় দাস।
তালিকায় রয়েছেন উত্তর প্রদেশের ১০ জন, কেরল ও রাজস্থানের ৯ জন করে, তামিলনাড়ুর ৮ জন, মধ্যপ্রদেশের ৭ জন, গুজরাটের ৬ জন পুলিশ আধিকারিক এই পুরস্কার পাবেন। থাকছেন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির আধিকারিকরাও।