অসুস্থ বর্ষীয়ান অভিনেত্রী অপর্ণা সেন। জ্বর, মাথা ঘোরা, বমিভাব নিয়ে এই মুহূর্তে শয্যাশায়ী তিনি। অভিনেতা শঙ্কর চক্রবর্তী জানিয়েছেন, এই মুহূর্তে চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই রয়েছেন অপর্ণা সেন।
জানা যাচ্ছে, অপর্ণা সেন ভাইরাল জ্বর নিয়ে কিছুটা কাবু হয়ে পড়েছেন। বিছানা থেকে উঠলেই মাথা ঘোরাচ্ছে। রক্তচাপের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশকিছু’টা বেশি রয়েছে। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন তিনি। দিন কয়েক পরে বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হওয়ারও কথা রয়েছে।