রোগী দেখার পরে প্রেসকিপশনে ওষুধের ব্র্যান্ড লেখেন অনেক চিকিৎসকই। কিন্তু এবার এই বিষয়ে আরও কড়া অবস্থান নিল জাতীয় স্বাস্থ্য কমিশন। জানা যাচ্ছে, নয়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, এখন থেকে প্রেসকিপশনে ওষুধের জেনেরিক নাম লিখতেই হবে। নাহলে গুরুতর শাস্তির মুখে পড়তে হবে।
জানানো হয়েছে, জেনেরিক নাম না লিখলে সাময়িকভাবে বাতিল করা হতে পারে প্র্যাক্টিসের লাইসেন্স। ফলে চিকিৎসকদের ওষুধের ব্র্যান্ডের নাম না লিখে জেনেরিক নাম লেখার পরামর্শ দেওয়া হয়েছে।