Sambad Samakal

JU: যাদবপুরের মৃত পড়ুয়া স্বপ্নদীপের বাড়িতে শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা

Aug 13, 2023 @ 1:07 pm
JU: যাদবপুরের মৃত পড়ুয়া স্বপ্নদীপের বাড়িতে শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা

যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় জোরকদমে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই পরিস্থিতিতে রবিবার সকালে মৃত পড়ুয়ার বাড়ি গেলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান অনন্যা চক্রবর্তী।

এদিন সকালে নদিয়ার রাণাঘাটে স্বপ্নদীপের মামার বাড়িতে যান তিনি। মা, বাবা সহ পরিবারের সকলের সঙ্গে দেখা করে কথা বলেন। দোষীরা যাতে দ্রুত কঠোর শাস্তি পায়, সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। প্রসঙ্গত, শনিবারই রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের পক্ষ থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকে চিঠি লিখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছিল।

Related Articles