Sambad Samakal

JU: স্বপ্নদীপের মৃত্যুতে ধৃত নিজেই র‍্যাগিংয়ের শিকার! আদালতে কী দাবি আইনজীবীর?

Aug 13, 2023 @ 5:59 pm
JU: স্বপ্নদীপের মৃত্যুতে ধৃত নিজেই র‍্যাগিংয়ের শিকার! আদালতে কী দাবি আইনজীবীর?

যাদবপুরের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় রবিবার সকালেই গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া দীপশেখর দত্ত ও মনোতোষ ঘোষ। এদিন পুলিশের পক্ষ থেকে ধৃতদের আলিপুর আদালতে পেশ করা হলে চাঞ্চল্যকর দাবি করলেন ধৃত পড়ুয়া দীপশেখর দত্তের আইনজীবী সৌম্যশুভ্র রায়।

আদালতে দাবি করা হয়, হোস্টেলে সৌরভ চৌধুরীর হাতে র‍্যাগিংয়ের শিকার হয়েছে স্বয়ং দ্বিতীয় বর্ষের ছাত্র দীপশেখর। এক জন দ্বিতীয় বর্ষের পড়ুয়া হয়ে প্রথম বর্ষের স্বপ্নদীপকে র‍্যাগিং করা সম্ভব নয় বলেই দাবি ওই আইনজীবী সৌম্যশুভ্র রায়ের। যদিও সবপক্ষের সওয়াল-জবাব শোনার পরে ধৃত দুই পড়ুয়াকে ২২ আগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

Related Articles