মেরামতির কারণে দক্ষিণ-পূর্ব শাখায় বাতিল গুচ্ছ গুচ্ছ দূরপাল্লার ট্রেন! জানা যাচ্ছে, ইস্ট-কোস্ট রেলের খুরদা ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য গোটা মাস ধরে মোট ১২২টি ট্রেন বাতিল হচ্ছে। বহু ট্রেনের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হচ্ছে। মূলত ওড়িশা ও দক্ষিণ ভারতগামী ট্রেনগুলিই বাতিল করা হয়েছে।
এক ঝলকে দেখে নিন বাতিল হওয়া ট্রেনের তালিকা:
02837 সাঁতরাগাছি-পুরী স্পেশাল, ১৮.০৮.২৩ ও ২৫.৮.২৩
02838 পুরী-সাঁতরাগাছি স্পেশাল, ১৯.০৮.২৩ ও ২৬.৮.২৩
03101 কলকাতা-পুরী স্পেশাল, ২০.০৮.২৩ ও ২৭.০৮.২৩
03102 পুরী কলকাতা স্পেশাল, ২১.০৮.২৩ ও ২৮.০৮.২৩
12663 হাওড়া-তিরুচিরাপল্লী এক্সপ্রেস, ২৪.০৮.২৩ ও ২৭.০৮.২৩
12664 তিরুচিরাপল্লী-হাওড়া এক্সপ্রেস, ১৮.০৮.২৩
12665 হাওড়া-কন্যাকুমারি এক্সপ্রেস, ২১.০৮.২৩ ও ২৮.০৮.২৩
12666 কন্যাকুমারি-হাওড়া এক্সপ্রেস, ১৯.০৮.২৩ ও ২৬.০৮.২৩
12773 শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, ২৩.০৮.২৩ ও ৩০.০৮.২৩
12774 সেকেন্দ্রাবাদ-শালিমার এক্সপ্রেস, ২২.০৮.২৩ ও ২৯.০৮.২৩