Sambad Samakal

Himachal Pradesh: হিমাচলে ভয়াবহ হড়পা বানে মৃত ৭! ক্রমশ জটিল পরিস্থিতি

Aug 14, 2023 @ 10:54 am
Himachal Pradesh: হিমাচলে ভয়াবহ হড়পা বানে মৃত ৭! ক্রমশ জটিল পরিস্থিতি

প্রবল প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ! সোমবার সকালে জানা যাচ্ছে, আচমকা হড়পা বানে প্রাণ গিয়েছে ৭ জনের। হিমাচলের সোলান এলাকায় রবিবার হড়পা বান এসেছিল। আর তাতেই এই বিপর্যয় বলে খবর।

এছাড়াও শিমলায় একটি মন্দির চত্বরে ধসের কারণে মৃত্যু হয়েছে ৯ জনের। হড়পা বানের দাপটে বহু ঘর-বাড়িও বিপর্যস্ত হয়েছে বলে খবর। আগামী ৪৮ ঘণ্টাও হিমাচলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ফলে যেকোনও ধরনের বিপর্যয় মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফ সদস্যদের।

Related Articles