Sambad Samakal

JU: যাদবপুরে স্বপ্নদীপ মৃত্যু কাণ্ডে রিপোর্ট তলব ইউজিসির, কবে আসছে প্রতিনিধিদল?

Aug 14, 2023 @ 12:41 pm
JU: যাদবপুরে স্বপ্নদীপ মৃত্যু কাণ্ডে রিপোর্ট তলব ইউজিসির, কবে আসছে প্রতিনিধিদল?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। এই পরিস্থিতিতে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে রিপোর্ট তলব করল ইউজিসি বা বিশ্ব বিদ্যালয় মঞ্জুরি কমিশন।

জানা যাচ্ছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চাওয়া হয়েছে। এমনকী র‍্যাগিংয়ের অভিযোগ সম্পর্কেও মতামত জানতে চাওয়া হয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, আগামী বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধিদল। স্বপ্নদীপ মৃত্যুর ঘটনা নিয়ে খোঁজখবর করবেন প্রতিনিধিদলের সদস্যরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, অধ্যাপক ও পড়ুয়াদের সঙ্গেও পৃথকভাবে বৈঠক হতে পারে।

Related Articles