বেহালায় ভয়াবহ পথ-দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল খুদে পড়ুয়া সৌরনীল সরকারের। আর তারপরেই গাইডলাইন তৈরির দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। সোমবার সেই মামলাই খারিজ হয়ে গেল।
মামলাকারীর আইনজীবী মুকুল বিশ্বাসের দাবি ছিল, কলকাতা হাইকোর্ট স্কুলের সামনে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় গাইডলাইন তৈরি করে দিক। এমনকী ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য পুলিশকে নির্দেশ দিক। এদিন কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করে দিয়ে নির্দেশ দেয়, প্রয়োজনে মামলাকারী তাঁর পরামর্শ লিখিত আকারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারেন।