যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মৃত্যুর ঘটনায় র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে সর্বশক্তি নিয়ে দলের ছাত্র-যুবদের ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে, তাঁর নির্দেশ অনুযায়ীই বুধবার সারাদিনব্যাপি ধর্ণা কর্মসূচীর আয়োজন করা হয়েছে যাদবপুর ৮বি চত্বরে। যেখানে দলের ছাত্র-যুব নেতৃত্বের সঙ্গেই উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
যাদবপুরে স্বপ্নদীপ মৃত্যু রহস্য উদঘাটন, সিসিটিভি ক্যামেরা লাগানো, নতুন পড়ুয়াদের পৃথক হোস্টেল দেওয়া, অসামাজিক কাজকর্ম বন্ধ সহ একাধিক ইস্যু তুলে ধরা হবে ধর্ণা কর্মসূচী। গান-আবৃত্তি-পথনাটিকার মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরবেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা