লক্ষ্য বাংলার জন্য শিল্প আনা। সেই কারণেই এবার দুবাই ও স্পেন সফরে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে মিলেছে এই খবর। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই বিদেশ সফরের অনুমতি চেয়ে কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকে আবেদন জানিয়েছে নবান্ন। অনুমতি মিললে বিষয়টি চূড়ান্ত হবে। নবান্ন সূত্রে খবর, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ হতে পারে মুখ্যমন্ত্রীর দুবাই ও স্পেন সফর।
জানা গিয়েছে, প্রথমে মমতা যেতে পারেন দুবাই। সেখানে দু’-তিন দিন থেকে অনাবাসী ভারতীয় ও শিল্পপতিদের সঙ্গে বাংলায় বিনিয়োগের বিষয়ে বৈঠক করতে পারেন তিনি। তুলে ধরতে পারেন রাজ্যে খনিজ শিল্পে বিনিয়োগের সুবিধাও।
দুবাই থেকেই বাংলার মুখ্যমন্ত্রী পারি দিতে চান স্পেনে। সেখানেও দিন ছয়েক থেকে তিনি বৈঠক করতে চান অনাবাসী ভারতীয় ও বণিক মহলের সঙ্গে।