৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে লালকেল্লার ভাষণ থেকে মঙ্গলবার মণিপুরে শান্তির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিন তিনি বলেন, “গত কয়েক সপ্তাহ জুড়ে উত্তর-পূর্বের রাজ্য বিশেষ করে মণিপুরে হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে। মা-বোনেদের মর্যাদাহানি করা হয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে লাগাতার শান্তির খবর আসছে। দেশ মণিপুরের পাশে আছে। শান্তিপূর্ণভাবেই সমস্যার সমাধান হবে, সেটাই আমার আশা।”