বুধবার মধ্যরাতে উত্তর কলকাতার পাথুরিয়াঘাটা স্ট্রিটে আচমকাই ভেঙে পড়ল শতাব্দী প্রাচীণ একটি বাড়ি। আর এই ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যু হল এক মহিলার। নাবালিকা সহ এক ব্যক্তি কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যাচ্ছে, কলকাতা পুরসভার পক্ষ থেকে দীর্ঘদিন আগেই ওই বাড়িটির গায়ে ‘বিপজ্জনক’ তকমা লাগিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু তারপরেও ঝুঁকি নিয়েই সেখানে বসবাস করছিল বেশ কয়েকটি পরিবার। আর সেখানেই ঘটে গেল এধরনের মর্মান্তিক ঘটনা।