Sambad Samakal

School Pool Car: বেহালায় ফের দুর্ঘটনাগ্রস্ত স্কুল পুলকার! আহত ৪ খুদে পড়ুয়া

Aug 17, 2023 @ 11:34 am
School Pool Car: বেহালায় ফের দুর্ঘটনাগ্রস্ত স্কুল পুলকার! আহত ৪ খুদে পড়ুয়া

বেহালায় পথ দুর্ঘটনায় স্বপ্ননীলের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের উল্টে গেল খুদে পড়ুয়া বোঝাই পুলকার! জানা যাচ্ছে, বৃহস্পতিবার সকালে পড়ুয়াদের নিয়ে পুলকারটিকে জোকা থেকে তারাতলার দিকে যাচ্ছিল। সেই সময়ে ঠাকুরপুকুর দাসপাড়ায় জেমস লং সরণির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুলকারটি।

প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দৌড়ে আসেন স্থানীয়রা। দুর্ঘটনাগ্রস্ত পুলকারে থাকা পড়ুয়াদের উদ্ধার করা হয়। দ্রুত জখম ৪ পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটকে বাজেয়াপ্ত করে ও চালককে গ্রেফতার করে। এই ঘটনায় এখনও যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন দুর্ঘটনাগ্রস্ত পুলকারটিতে থাকা পড়ুয়ারা।

Related Articles