২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে বক্তব্য রেখেছিলেন তিনি। দৃঢ়, দৃপ্ত ভাষণে বুঝিয়ে দিয়েছিলেন ভবিষ্যতে অনেক দূর যেতে চলেছেন। যাদবপুরের ছাত্রমৃত্যুর প্রতিবাদেও সামনের সারিতে দেখা গিয়েছে তাঁকে। আক্রান্ত হয়েছেন, হাসপাতালে ভরতিও ছিলেন। তবে লড়াইয়ের পুরস্কার মিলল। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সভানেত্রী হলেন রাজন্যা হালদার।
বামেদের দখলে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের বিরুদ্ধে লড়াইয়ে রাজন্যাতেই ভরসা রাখল তৃণমূল। ভরসা রাখলেন দলনেত্রী।
বৃহস্পতিবার রাতে এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নির্দেশে একটি বৈঠক হয়। দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিমের নেতৃত্বে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যাদবপুরে টিএমপিসি ইউনিটের নেত্রী হবেন রাজন্যা হালদার। এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে শীর্ষ নেতৃত্বকে।