Sambad Samakal

JU: যাদবপুরের ছাত্র মৃত্যুতে ধৃতদের মুখোমুখি জেরা! কী পদক্ষেপ পুলিশের?

Aug 18, 2023 @ 12:49 pm
JU: যাদবপুরের ছাত্র মৃত্যুতে ধৃতদের মুখোমুখি জেরা! কী পদক্ষেপ পুলিশের?

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রমৃত্যুতে এখনও পর্যন্ত ন’জন গ্রেফতার হয়েছে। কিন্তু পুলিশ সূত্রে খবর, ধৃতদের একজনের বক্তব্যের সঙ্গে অন্যজনের বক্তব্য মিলছে না। তাদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। ফলে আদতে কে সঠিক কথা বলছেন, তা নিয়ে ধন্দে তদন্তকারীরা। তাই এবার ধৃত ৯ জনকেই মুখোমুখি বসিয়ে জেরা করার কথা ভাবছে পুলিশ। পাশাপাশি স্বপ্নদীপের এই ঘটনায় আরও কোনও পড়ুয়া জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও খোঁজ খবর করছে পুলিশ।

Related Articles