খাস কলকাতায় বিজেপি নেতার বাড়ির সামনে বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দিল পুরসভা! আর এই ঘটনায় প্রতিহিংসার অভিযোগে সরব গেরুয়া শিবির। জানা যাচ্ছে, উত্তর কলকাতার ২৬ নম্বর ওয়ার্ডের বিডন স্ট্রিটে সুনীল সিং নামের এক বিজেপি নেতার বাড়ির সামনের দোকান ভেঙে দেয় পুরসভা।
স্থানীয় কাউন্সিলর তারকনাথ চট্টোপাধ্যায়ের দাবি, পুরসভার যায়গা দখল করে বেআইনি নির্মাণ করেছিলেন ওই বিজেপি নেতা। বারবার নোটিশ দেওয়ার পরে কোনও ব্যবস্থা না নেওয়ায় পুরভা তা ভেঙে দিয়েছে। পাল্টা বিজেপি নেতা সুনীল সিংয়ের দাবি, তৃণমূলের ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব হওয়ায় প্রতিহিংসা নিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।