শনিবার আচমকাই তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসের হায়দার। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত থেকে এদিন দলীয় পতাকা তুলে দেন তিনি। পাল্টা এই ঘটনায় ইয়াসেরকে ‘পরজীবি’ বলে তীব্র কটাক্ষ করলেন মেয়র ফিরহাদ হাকিম।
এদিন কংগ্রেসে যোত দেওয়ার পরে ফিরহাদ হাকিমের জামাই ইয়াসের হায়দার বলেন, “যুব তৃণমূলের সাধারণ সম্পাদকের পদে ছিলাম। কিন্তু ওখানে কাজ করতে পারছিলাম না। আমি কোনও দিন লুট-তোলাবাজিতে যুক্ত ছিলামনা। তাই এখন থেকে দেশের সবথেকে পুরনো দল কংগ্রেসের হয়ে কাজ করব।”
এই ঘটনায় তীব্র কটাক্ষ করে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমার’তো মনে হয় এবার কংগ্রেস দলটাই উঠে যাবে। আত্মীয়স্বজন নিয়ে কোনও রাজনীতি হয়! ফিরহাদ হাকিমের জামাই, এটা কোনও রাজনৈতিক পরিচয় হতে পারে! আমি ছোট থেকে রাজনীতি করতে করতে একটা যায়গায় এসে নিজের পরিচয় তৈরি করেছি। আসলে পরজীবি হয়ে বেশিদিন বাঁচা যায়না।”