যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া স্বপ্নদীপ কুন্ডুর মৃত্যুর ঘটনায় এনআইএ-সিবিআই তদন্তের দাবিতে ফের আরও একটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জানা যাচ্ছে, এদিন বিশ্ববিদ্যালয়েরই এক প্রাক্তনী মামলা দায়ের করে দাবি করেছেন, এই ঘটনার তদন্তভার অবিলম্বে সিবিআই ও এনআইএ’র হাতে তুলে দেওয়া হোক। এছাড়াও নার্কোটিক কন্ট্রোল ব্যুরোকেও তদন্তে যুক্ত করা হোক।
মামলাকারীর দাবি, কলকাতা পুলিশ অত্যন্ত ধীর গতিতে তদন্ত চালাচ্চে। এরফলে প্রমাণ লোপাট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। জানা যাচ্ছে, আগামী সপ্তাহের শুরুতেই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।