শনিবার ছুটির দিনেও উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস! এদিন বিকেলে সিসিটিভি হাতে ক্যাম্পাসে অভিনব বিক্ষোভ সংগঠিত করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পাল্টা তাদের লক্ষ্য করে স্লোগান বামেদের!
এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কেন্দ্র অরবিন্দ ভবনের সামনে এদিন জড়ো হন রাজন্যা হালদার, সঞ্জীব প্রামাণিক সহ তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। হাতে সিসিটিভি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। অবিলম্বে ক্যাম্পাসের প্রতিটি কোনায় সিসিটিভি বসানোর দাবি তোলেন তারা।
তৃণমূলের এই বিক্ষোভকে লক্ষ্য করে পাল্টা অবস্থান বিক্ষোভ থেকে স্লোগান দিতে থাকেন এসএফআই, আইসা সহ বাম ছাত্রসংগঠনগুলির প্রতিনিধিরা। ফলে সাময়িক উত্তেজনাও তৈরি হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরে।