কলকাতা পুরসভার অন্দরে ধুন্ধুমার! বহিরাগত বিজেপি নেতাদের সাংবাদিক বৈঠকে বাধা দিতেই কেন্দ্রীয় বাহিনীর হাতে মার খেলেন তৃণমূল কাউন্সিলররা। শনিবার বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নেতৃত্বে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল কলকাতা পুরসভার অন্দরে। সেখানে কাউন্সিলররা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং, উত্তর কলকাতার সভাপতি তমোঘ্ন ঘোষ।
সেখানেই বাধা দেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু, বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। অভিযোগ সেই সময়েই বিজেপি কাউন্সিলর সজল ঘোষের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা তৃণমূল কাউন্সিলর অসীম বসুকে আক্রমণ করে। এবিষয়ে কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায় জানান, বিজেপি কলকাতা পুরসভার ভেতরে যে ধরনের আচরণ করেছে, পূর্বে তার কোনও নজির নেই। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।