যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রর মৃত্যুর ঘটনায় আরও এক প্রাক্তনীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম জয়দীপ ঘোষ। পুলিশ সূত্রে খবর, ঘটনার রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিভাগের এই প্রাক্তনীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দিনভর দফায় দফায় জয়দীপকে জিজ্ঞাসাবাদ করার পর রাতে গ্রেফতার করা হয়। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে জয়দীপের বিরুদ্ধে।
সম্প্রতি এক নিরাপত্তারক্ষী সংবাদমাধ্যমে বিস্ফোরক দাবি করে জানিয়েছিলেন, জয়দীপ নামের ওই প্রাক্তনী ঘটনার রাতে পুলিশকে হস্টেলে ঢুকতে বাধা দেওয়ার জন্য তাঁর ওপর চাপ সৃষ্টি করেছিল। হোস্টেলের গেট খুলতে নিষেধ করা হয়েছিল ওই নিরাপত্তারক্ষীকে। শনিবার ওই নিরাপত্তারক্ষী সহ চারজনকে যাদবপুর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।