রাজ্যপাল তথা আচার্যের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেছেন গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউ। আর তারপরেই আচমকা পদত্যাগ করলেন বিজ্ঞান শাখার ডিন সুবিনয় চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি।
তবে ঠিক কী কারণে এই আচমকা পদত্যাগ, সেই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি অধ্যাপক সুবিনয় চক্রবর্তী। জল্পনা, বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য নিয়োগ নিয়ে অসন্তুষ্ট ছিলেন তিনি। উপাচার্য হিসেবে বুদ্ধদেব সাউকে মেনে নিতে পারেননি অধ্যাপক চক্রবর্তী।