যাদবপুর কাণ্ডে শনিবার রাতে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জয়দীপ ঘোষ। জানা যাচ্ছে, ২০২১ সালে তিনি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তর কোর্স পাশ করেছেন। কিন্তু তারপরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বা হোস্টেলে তার অবাধ যাতায়াত ছিল।
পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন রাতে জয়দীপ যেমন হোস্টেলে পুলিশকে ঢুকতে বাধা দিয়েছিল, তেমনই কেপিসি মেডিক্যাল কলেজে পুলিশকর্মীদের ঢুকতে বাধা দেয়। গুরুতর আহত পড়ুয়ার সঙ্গে দেখাই করতে পারেননি পুলিশকর্মীরা। ফলে নেওয়া যায়নি গোপন জবানবন্দিও। জানা যাচ্ছে, হোস্টেলে র্যাগিংয়ের সময় জয়দীপ সেভাবে যুক্ত না থাকলেও, প্রথম বর্ষের পড়ুয়া পড়ে যাওয়ার পরেই গোটা পরিস্থিতির নিয়ন্ত্রণ নেন প্রাক্তন পড়ুয়া জয়দীপ ঘোষ।