Sambad Samakal

Onions: দাম চড়ছে পিঁয়াজের! নিয়ন্ত্রণে কী পদক্ষেপ কেন্দ্রের?

Aug 20, 2023 @ 12:44 pm
Onions: দাম চড়ছে পিঁয়াজের! নিয়ন্ত্রণে কী পদক্ষেপ কেন্দ্রের?

খুচরো বাজারে লাগাতার চড়ছে পিঁয়াজের দাম। তাই পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে আগেভাগেই কড়া পদক্ষেপ করল কেন্দ্র। পিঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিল মোদি সরকার।

কেন্দ্রীয় সরকারের আশা, এর ফলে পিঁয়াজের রপ্তানি কমবে। দেশের বাজারে জোগান বৃদ্ধি পাবে। ফলে মূল্যবৃদ্ধির আশঙ্কা কমবে। জানা যাচ্ছে, অক্টোবর মাসেই বাজারে নতুন পিঁয়াজ আসবে। তারআগে সেপ্টেম্বরে পিঁয়াজের দাম চড়তে পারে বলে আশঙ্কা করছেন কেন্দ্রের বিশেষজ্ঞরা।

Related Articles