রাশিয়ার স্বপ্নভঙ্গ! চাঁদের মাটিতে অবতরণের আগেই রবিবার ভেঙে পড়ল সেদেশের চন্দ্রযান লুনা-২৫। সোমবার অর্থাৎ আগামীকাল চাঁদের মাটি ছোঁয়ার কথা ছিল লুনা-২৫’এর।
রুশ মহাকাশ গবেষণা রসকসমস সূত্রে খবর, চাঁদের অন্তিম কক্ষপথে প্রবেশের সময়ে আচমকাই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে রাশিয়ার চন্দ্রযানে। আর তার জেরেই রবিবার ভেঙে পড়ে সেটি। অন্যদিকে, আগামী ২৩ তারিখ বিকেল সাড়ে ৫টা নাগাদ চাঁদের মাটি ছোঁয়ার কথা রয়েছে ভারতের চন্দ্রযান বিক্রমের। শেষপর্যন্ত রাশিয়া ব্যর্থ হওয়ায় এই মুহূর্তে কার্যত গোটা বিশ্বের নজর রয়েছে ভারতের দিকে।