যাদবপুরে পড়ুয়া মৃত্যু কাণ্ডে উত্তাল গোটা রাজ্য। আর এরমধ্যেই ভিন রাজ্য বিশাখাপত্তনমে পড়তে গিয়ে মৃত্যু হয়েছে কলকাতার নেতাজিনগরের বাসিন্দা রিতি সাহার। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ তোলা হয়েছে। রবিবার মৃতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এমনকী সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেন মৃত রিতি সাহার বাবা।
জানা যাচ্ছে, গত ১৪ জুলাই হোস্টেলের চার তলা থেকে পড়ে গিয়ে রিতি সাহার মৃত্যু হয়েছে বলে টেলিফোনে জানান হোস্টেল সুপার। যদিও সিঁড়ি থেকে পড়ে আহত বলে অন্য এক জন ফোনের পাশ থেকে বলেন। এই ঘটনার পরে পরিবারের পক্ষ থেকে বিশাখাপত্তনমে স্থানীয় থানায় খুনের অভিযোগ দায়ের করার চেষ্টা করা হয়। কিন্তু প্রথমে পুলিশ অভিযোগ দায়ের করেনি, পরে আদালতের নির্দেশে দায়ের হয় এফআইআর।
এদিন মন্ত্রী অরূপ বিশ্বাস জানান, এই পরিবারের পাশে রাজ্য সরকার রয়েছে। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বিষয়টি শুনেছেন। প্রয়োজনে রাজ্য সিআইডির আধিকারিকরা বিশাখাপত্তনমে যাবেন। নেতাজিনগর থানায় পৃথক অভিযোগ দায়ের করে তদন্ত চালানে হবে। পড়ুয়া রিতি সাহার মৃত্যুর বিচার দেবে রাজ্য সরকার।