প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু ও র্যাগিংয়ের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার সেই যাদবপুরের পড়ুয়াদের ফের প্রকাশ্যে ‘মাথা থেঁতো’ করে দেওয়ার হুমকি দিলেন বঙ্গ বিজেপি নেতা দিলীপ ঘোষ!
ভাটপাড়ায় এক দলীয় সমাবেশে যোগ দিয়ে দিলীপ ঘোষ বলেন, “বাইরে বেরোও দেখি, কত আজাদির কথা বলবে, বুঝে নেব। এইসব সমাজবিরোধীদের মাথা থেঁতো করে দেওয়া উচিত। বিজেপি ক্ষমতায় এলে যাদবপুরেও জয় শ্রী রাম স্লোগান হবে। কাশ্মীর ঠান্ডা করে দেওয়া হয়েছে, আর যাদবপুর’তো কোন ছাড়! বুটের লাথি মেরে অন্য ইউনিভার্সিটি ঠান্ডা করে দেওয়া হয়েছে।”