যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু কাণ্ডে এবার ডিন অফ স্টুডেন্টসকে তলব করল রাজ্য মানবাধিকার কমিশন। জানা যাচ্ছে, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ ডিন রজত রায়কে মানবাধিকার কমিশনের দফতরে আসতে বলা হয়েছে।
৯ তারিখ রাতে পড়ুয়া মৃত্যুর আগে ফোন পাওয়ার পরে ঠিক কী ব্যবস্থা নিয়েছিলেন ডিন রজত রায়? সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চান রাজ্য মানবাধিকার কমিশনের কর্তারা। হোস্টেলে দীর্ঘদিন ধরে র্যাগিংয়ের অভিযোগ উঠলেও, কেন এতদিন পর্যন্ত কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি, সেই বিষয়টিও বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের কাছ থেকে জানতে চাওয়া হবে বলে খবর।