যাদবপুরে পড়ুয়া মৃত্যু কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। আগেই এই ঘটনায় বামেদের নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি ‘সিপিএমের ইউনিয়নে’র নাম করে তোপ দাগলেন!
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের জমায়েতের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আগে যাদবপুর নিয়ে গর্ব করতাম। অথচ একটা বাচ্চা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল! এরা জীবনে বদলাবে না! এত রক্ত নিয়েও ওরা বদলায়নি!”