Sambad Samakal

Mamata: সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল! যাদবপুর কাণ্ডে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Aug 21, 2023 @ 5:45 pm
Mamata: সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল! যাদবপুর কাণ্ডে ফের বিস্ফোরক মুখ্যমন্ত্রী

যাদবপুরে পড়ুয়া মৃত্যু কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। আগেই এই ঘটনায় বামেদের নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি ‘সিপিএমের ইউনিয়নে’র নাম করে তোপ দাগলেন!

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের জমায়েতের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আগে যাদবপুর নিয়ে গর্ব করতাম। অথচ একটা বাচ্চা ছেলেকে সিপিএমের ইউনিয়ন মেরে ফেলল! এরা জীবনে বদলাবে না! এত রক্ত নিয়েও ওরা বদলায়নি!”

Related Articles