পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার রাজ্যের আবেদন খারিজ করে দিল সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ।
এদিন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি রাজ্য সরকারের আবেদন খারিজ করে বলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে মিল রয়েছে পুর নিয়োগ দুর্নীতির। বহুক্ষেত্রেই অভিযুক্ত ব্যক্তি বা সংস্থা একই। ওএমআর শিট ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাই এবিষয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রসঙ্গত, আদালতে তদন্তকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়, রাজ্যের মোট ১২টি পুরসভায় নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।