একতরফা ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিমকোর্টের দারস্থ হয়েছিল রাজ্য সরকার। সোমবার সেই মামলার শুনানিতে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পার্টি করার নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। জানা যাচ্ছে, আগামী দু’সপ্তাহ পরে মামলাটির শুনানি হবে।
এদিন নিজেদের পর্যবেক্ষণে সুপ্রিমকোর্ট স্পষ্ট ভাবে জানিয়ে দেয়, যে কোনও প্রতিষ্ঠানই প্রধান ছাড়া চলতে পারেনা। তাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান বা আচার্য পদ নিয়ে কেন সমস্যা তৈরি হচ্ছে? কেন এই বিষয়ে দু’পক্ষের মধ্যে সমাধানসূত্র বেরোচ্ছে না? এখন দেখার দু’সপ্তাহ পরে এই বিষয়ে ঠিক কী অবস্থান নেয় দেশের সর্বোচ্চ আদালত।