মঙ্গলবার ভোররাতে ভয়াবহ দুর্ঘটনা মালদার ফরাক্কা ব্রিজে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে একটি পণ্যবোঝাই লরি ধাক্কা মারে চলন্ত মালগাড়িতে। জরুরি ব্রেক কষে চালক মালগাড়ি থামানোয় প্রাণহানি এড়ানো গিয়েছে।
জানা যাচ্ছে, ফরাক্কা থেকে মালদার দিকে মালগাড়িটি। একই দিকে যাচ্ছিল লরিটিও। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরে ধাক্কা মারার পরে সজোরে মালগাড়িতে ধাক্কা মারে ১৪ চাকার লরিটি। এই দুর্ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় মালদা-ফরাক্কা ব্রিজে।