Sambad Samakal

Mamata: “বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে!” ইডি-সিবিআইকে তোপ মমতার

Aug 22, 2023 @ 8:01 pm
Mamata: “বাড়িতে বিস্ফোরক রেখে যাচ্ছো না, কে তার গ্যারান্টি দেবে!” ইডি-সিবিআইকে তোপ মমতার

ইডি-সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলির বিরুদ্ধে লাগাতার সরব থাকে তৃণমূল কংগ্রেস সহ দেশের বিরোধী দলগুলো। মঙ্গলবার দুর্গাপুজো প্রস্তুতির মঞ্চ থেকে ফের একবার ইডি-সিবিআইকে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন, “আমাদের বাড়িতে রোজই অত্যাচার করছে। না জানিয়ে যখন তখন তল্লাশি করা হচ্ছে। একটা ছেলে দুদিন আগে না জানিয়ে এল, তারপরই শুরু করে দিয়েছে। তালা ভেঙে ঢুকে পড়ছে!”

পাশাপাশি কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে মমতার প্রশ্ন, “তুমি গিয়ে যে বাড়িতে বিস্ফোরক রেখে আসছো, তার গ্যারান্টি কে দেবে? তুমি যে বন্দুক রেখে যাচ্ছো না, বাক্স ভরে টাকা রেখে যাচ্ছো না, কে দেখবে? বারবার আমাদের পরিবারকে টার্গেট করা হচ্ছে। এখন পিঁপড়ে কামড়ালেও ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে!”

Related Articles