যাদবপুর কাণ্ডে বিজেপি যুব মোর্চার সভায় যোগ দেওয়ায় সময় হামলা হয়েছিল বলে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলায় তদন্তকারী অফিসারের সঙ্গে যোগাযোগ করার জন্য শুভেন্দুকে নোটিস দিল যাদবপুর থানা।
সূত্রের খবর, ওইদিন শুভেন্দুর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে বাম ছাত্র সংগঠনের সদস্যদের আক্রমণের অভিযোগ উঠেছিল। সেই মামলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা। ইতিমধ্যেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া।