Sambad Samakal

Abhishek: চিকিৎসা সেরেই ফের সক্রিয় অভিষেক! ইন্ডিয়ার বৈঠক থেকে ধূপগুড়িতে প্রচার, কী কী কর্মসূচী থাকছে?

Aug 23, 2023 @ 6:07 pm
Abhishek: চিকিৎসা সেরেই ফের সক্রিয় অভিষেক! ইন্ডিয়ার বৈঠক থেকে ধূপগুড়িতে প্রচার, কী কী কর্মসূচী থাকছে?

চোখের চিকিৎসা সেরে সদ্য বিদেশ থেকে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে, ফের রাজ্য রাজনীতিতে পুরোদমে সক্রিয় হতে চলেছেন তিনি। চলতি মাসের শেষে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেওয়া থেকে শুরু করে ধূপগুড়ি উপনির্বাচনের প্রচারে অংশ নিতে চলেছেন অভিষেক।

সূত্রের খবর, আগামী ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগ দিতে চলেছেন অভিষেক। এরপরে ২ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে একাধিক কর্মসূচীতে যোগ দেবেন তিনি।

Related Articles