মহাকাশ গবেষণার ইতিহাসে নয়া ইতিহাস তৈরি করল ভারত। বুধবার সন্ধেয় ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করল ভারতের ল্যান্ডার বিক্রম। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে গেল ভারত। আর তারসঙ্গেই চাঁদের মাটি ছোঁয়া বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের খাতায় নাম লেখাল ভারত।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার এই অসাধারণ সাফল্যে বিজ্ঞানী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সহ অনেকে।
এদিন বিকেল ৫টা বেজে ৪৫ মিনিট থেকে শুরু হয়েছিল চাঁদের মাটিতে বিক্রমের ল্যান্ডিং-এর প্রক্রিয়া। অত্যন্ত ঝুঁকিপূর্ণ শেষ কয়েক মিনিটে নির্ভুল হিসেব কষে ভারতের চন্দ্র অভিযানকে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেন বিজ্ঞানীরা। আগামী কয়েক দিন ল্যান্ডার বিক্রমের পেটে থাকা রোভার প্রজ্ঞান, চাঁদের দক্ষিণ মেরুর অজানা তথ্য পৌঁছে দেবে পৃথিবীতে। ভারতের চন্দ্রযান ৩-এর এই সাফল্যে কার্যত উচ্ছসিত গোটা দেশবাসী।