রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। জানা যাচ্ছে, আগামী ৩১ আগস্ট সকাল ১১টায় তাঁকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রে খবর, পুর-নিয়োগ দুর্নীতি কাণ্ডেই রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে এই তলব। ২০১৬-১৭ সালে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বসু। অভিযোগ সেই সময়েই পুরসভায় নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছিল। সেই বিষয়েই সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা।