Sambad Samakal

WB Assembly: চাঁদে পা ভারতের, ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব রাজ্য বিধানসভায়

Aug 24, 2023 @ 12:36 pm
WB Assembly: চাঁদে পা ভারতের, ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব রাজ্য বিধানসভায়

বুধবার সন্ধেবেলাই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে পা দিয়েছে ভারত। বৃহস্পতিবার সকাল থেকে চাঁদের মাটি থেকে তথ্য সংগ্রহের কাজ শুরু করে দিয়েছে রোভার প্রজ্ঞান। এদিন সফল চন্দ্রাভিযানের জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব পাশ হল রাজ্য বিধানসভায়।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নিজেই এদিন ধন্যবাদজ্ঞাপন প্রস্তাব পাঠ করেন বিধানসভায়। তিনি বলেন, “এটা আমাদের জাতীর গর্ব, আসুন সকলে ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানাই।” রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই অভিযানের অংশ নেওয়া বাঙালি বিজ্ঞানীদের নাম পড়ে শোনান। বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদজ্ঞাপন করে প্রস্তাব সমর্থন করেন।

Related Articles