অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল ভারতীয় কুস্তি ফেডারেশন (WFI)-এর সদস্যপদ। এই নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব কুস্তি সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং। সূত্রের খবর, দীর্ঘদিন ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন না হওয়ায় কারণেই এই নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ব কুস্তি সংস্থা।
জানা গিয়েছে, অনেকদিন আগেই শেষ হয়েছে ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি বৃজভূষণ শরণ সিংয়ের কার্যকালের মেয়াদ। এরপর বেশ কয়েকবার ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচনের আয়োজনের চেষ্টা করা হয়। এমনকী, সুপ্রিম কোর্টও নির্বাচনের চূড়ান্ত দিন ধার্য করে। কিন্তু দেশের আলাদা আলাদা রাজ্য সংশ্লিষ্ট হাইকোর্টে পিটিশন দাখিল করে নির্বাচনের বিরোধিতা করে। ফলে থমকেই থাকে নির্বাচন। আর এবার সেই কারণেই এই সংস্থার সদস্য পদের ওপর অনির্দিষ্টকালের জন্য স্থগিতাদেশ জারি করল বিশ্ব কুস্তি সংস্থা।o