Sambad Samakal

JU: পুলিশকে বিভ্রান্ত করতে হোয়াটস অ্যাপ গ্রুপ সৌরভদের! কী দাবি পুলিশের?

Aug 25, 2023 @ 7:43 pm
JU: পুলিশকে বিভ্রান্ত করতে হোয়াটস অ্যাপ গ্রুপ সৌরভদের! কী দাবি পুলিশের?

পুলিশি তদন্তকে বিভ্রান্ত করতে হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করেছিল সৌরভরা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় ধৃত মূল অভিযুক্ত সৌরভ চৌধুরীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ আনল পুলিশ। তদন্তকারীদের দাবি, ‘জেইউএমএইচ’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলেন সৌরভরা। হস্টেলে সৌরভ থাকেন কিনা, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে কী বলা হবে, সেই নিয়ে নির্দেশ দেওয়া হয়েছিল ওই গ্রুপে। পরে ওই গ্রুপটি ডিলিট করে দেওয়া হয়। এই নিয়ে বিস্তারিত জানতে সৌরভের সঙ্গে এক ধৃতের মুখোমুখি জেরা করে পুলিশ। সেই সূত্রে হদিস মেলে দু’টি মোবাইলের। সেই ফোনগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

ছাত্র মৃত্যুতে ধৃত সৌরভ চৌধুরীকে শুক্রবার জেল হেফাজতের নির্দেশ দেয় আলিপুর আদালত। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত সৌরভকে থাকতে হবে জেল হেফাজতে। পাশাপাশি আদালত জানিয়েছে, জেলে গিয়েই সৌরভকে জেরা করতে পারবে পুলিশ।

এদিন আদালতে সরকারি আইনজীবী জানান, চার জনকে নিয়ে হোয়াট্‌সঅ্যাপে একটি গ্রুপ তৈরি করেছিলেন সৌরভ। তাতে তিনি লিখেছিলেন, ‘‘মা অসুস্থ হলে আমি আসি। না হলে হস্টেলে আসি না।’’ যাঁদের মেসেজ পাঠানো হয়েছিল, তাঁদের এক জনের মোবাইল থেকে এই তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সরকারি আইনজীবীর দাবি, পুলিশকে বিভ্রান্ত করতেই এই কথা লেখা হয়েছিল মেসেজে।

সৌরভের আইনজীবীর সঙ্গে এদিন আদালতে সরকার পক্ষের আইনজীবীর সওয়াল-পাল্টা সওয়াল চলে। সৌরভের আইনজীবী জানান, তদন্তে সৌরভ সংক্রান্ত কোনও বিষয়ে অগ্রগতি হয়নি। যদিও পুলিশ দাবি করেছে, এই মামলায় অনেক অগ্রগতি হচ্ছে। দাগী বন্দিদের সঙ্গে যাতে জেলে সৌরভকে না রাখা হয়, সেই আবেদন করেন তাঁর আইনজীবী। এই প্রসঙ্গে সরকার পক্ষের আইনজীবী জানান, এই নিয়ে যা নিয়ম রয়েছে, তা মেনে চলা উচিত। সৌরভের আইনজীবী বলেন, ‘‘পিক অ্যান্ড চুজ় করা হচ্ছে।’’ প্রত্যুত্তরে সরকারি আইনজীবী বলেন, ‘‘পিক অ্যান্ড চুজ় করে দল বেঁধে মারা হয়েছে ছাত্রকে।’’

Related Articles