Sambad Samakal

Rail: রেল লাইনে ধস! শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Aug 25, 2023 @ 11:35 am
Rail: রেল লাইনে ধস! শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

ধস নেমে বসে গেল রেললাইন! আর তার জেরেই শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। শুক্রবার সকাল ৮টা ৩৫-এর পর থেকেই এই শাখায় ট্রেন চলাচল থমকে গিয়েছে।

রেল সূত্রে খবর, এদিন সকালে মসলন্দপুর এবং সংহতি স্টেশনের মাঝে আপ লাইন আচমকাই বসে যায়। ফলে আপ এবং ডাউন ট্রেন চলাচল আপাতত বন্ধ। দ্রুত লাইন মেরামতির কাজ শুরু করে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা শুরু করেন রেল কর্তৃপক্ষ। রাতভর বৃষ্টির কারণেই রেললাইনের মাটি ধসে এই বিপত্তি বলে মনে করা হচ্ছে।

Related Articles