মহাকাশে এবার যন্ত্রমানবী পাঠাবে ইসরো। শুক্রবার দিল্লির জি-২০ কনক্লেভে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এই পদক্ষেপ সফল হলে ২০২৫ সালে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনার কথাও বলেন তিনি।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “অক্টোবরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে মহাকাশে পরীক্ষামূলক ভাবে পাঠানো হবে গগনযান। তারপর দ্বিতীয় ট্রায়ালে গগনযানে পাঠানো হবে মহিলা রোবট। যার নাম ব্যোমমিত্র। মহাকাশে মানুষ গেলে যা যা আচরণ করত, ব্যোমমিত্র সেই সবকিছুই করবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে আমরা এরপর গগনযানে মহাকাশে মানুষ পাঠাব।”