অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুরু হয়ে গেল সিসিটিভি বসানোর কাজ! শনিবারই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছেন, স্ট্র্যাটিজিক মোট ১০টি পয়েন্টে মোট ২৬টি সিসি ক্যামেরা বসানোর কাজ প্রাথমিকভাবে শুরু হতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেট, পড়ুয়া হোস্টেলের প্রবেশপথে সিসি ক্যামেরাগুলি লাগানো হচ্ছে বলে খবর।
প্রসঙ্গত, প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর ঘটনার পর থেকেই ক্যাম্পাস ও হোস্টেলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কেন সিসিটিভি ক্যামেরা নেই, সেই প্রশ্ন উঠতে শুরু করে। এদিনই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের পক্ষ থেকে সিসিটিভি নিয়ে কড়া চিঠি দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। সূত্রের খবর, আগামী সপ্তাহের মধ্যেই ২৬টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন হবে যাদবপুরে।