Sambad Samakal

Krishak Bandhu: কৃষকের মৃত্যুতে আর্থিক সাহায্য! ৫০.৭২ কোটি বরাদ্দ রাজ্যের

Aug 26, 2023 @ 9:11 pm
Krishak Bandhu: কৃষকের মৃত্যুতে আর্থিক সাহায্য! ৫০.৭২ কোটি বরাদ্দ রাজ্যের

এই প্রকল্পে কৃষকদের চাষের জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি মৃত্যু হলেও ২ লক্ষ করে টাকা পাবে কৃষক পরিবারগুলি। ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত কৃষকরা পান এই সুবিধা। এবার ২৫৬৩ টি পরিবারের জন্য ৫০.৭২ টাকা দেওয়া হল সরকারের তরফে। বলা হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে ২৫.৬৪ কোটি টাকা দেওয়া হয়েছিল। যা ১২৮২টি পরিবারকে দেওয়া হয়েছে। পরে বাকি টাকা দিয়েছে রাজ্য।

‘কৃষকবন্ধু’ প্রকল্পে এবারের বাজেটে (WB budget) ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৩০ হাজার কৃষক পরিবার উপকৃত হয়েছে এতে। আর মৃত্যুকালীন সাহায্য বাবদ ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি পৌঁছে যায়। সদ্যই রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। বোর্ড গঠন হয়ে গিয়েছে। বরাদ্দ অর্থও দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে যে ক’জন কৃষকের মৃত্যু হয়েছে, তার বিস্তারিত তথ্য-পরিসংখ্যান নিয়ে কৃষকবন্ধু প্রকল্পে পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হয়েছে।

Related Articles