Sambad Samakal

Abhisek Banerjee: এসেছে আমন্ত্রণ, এবার অস্ট্রেলিয়া সফরে অভিষেক?

Aug 27, 2023 @ 9:16 pm
Abhisek Banerjee: এসেছে আমন্ত্রণ, এবার অস্ট্রেলিয়া সফরে অভিষেক?

অস্ট্রেলিয়া সফরে যেতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছে দিল্লির অস্ট্রেলীয় দূতাবাস। অস্ট্রেলিয়ার বিদেশ ও বাণিজ্য দপ্তরের বিশেষ একটি প্রকল্পে তাঁকে আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে।

নয়াদিল্লির অস্ট্রেলীয় দূতাবাসের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে জানানো হয়েছে, এটি একটি ‘স্পেশ্যাল ভিজিট প্রোগ্রাম’। যেখানে ভারতের একাধিক রাজনীতিবিদ অস্ট্রেলিয়া গিয়ে একাধিক বিষয়ে আদানপ্রদান করার সুযোগ পাবেন। এক সপ্তাহ ব্যাপী অস্ট্রেলিয়া সফরে যাতায়াত, হোটেলে থাকা-খাওয়ার যাবতীয় দায়িত্ব নেবে অস্ট্রেলিয়া সরকার। পাশাপাশি সে দেশের বিভিন্ন প্রান্তে ঘোরার সুযোগ পাবেন তিনি। অভিষেকের এই সফরের ফলে অস্ট্রেলিয়া সম্পর্কে ভারতের সম্যক ধারণা লাভের পাশাপাশি কোন কোন ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের সঙ্গে কাজ করতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে বলে মনে করছে অস্ট্রেলিয়া সরকার। সে দেশের সরকার মনে করছে,
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই সফরে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে নানা বিষয়ে আদানপ্রদানের সুযোগ তৈরি হবে। যাতে দু’দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে।

দিল্লিতে অস্ট্রেলীয় দূতাবাস সূত্রে খবর, ভারতের তরফে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী অস্ট্রেলিয়ার একাধিক রাজনৈতিক নেতা, শিল্পপতিরা। এ বিষয়ে অভিষেক আগ্রহী কিনা, অস্ট্রেলিয়া গেলে কোথায়, কীভাবে যোগাযোগ করতে হবে, তাও বিস্তারিত চিঠিতে উল্লেখ করেছে নয়াদিল্লির অস্ট্রেলীয় দূতাবাস। সূত্রের খবর, সব ঠিক থাকলে চলতি বছরই অস্ট্রেলিয়া যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে সবুজ সংকেত মিললে চূড়ান্ত সফরসূচি স্থির করা হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার দিল্লি দূতাবাসের আধিকারিক ব্যারি ও ফ্যারেল।

Related Articles