Sambad Samakal

Duttapukur: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত অন্তত ৭

Aug 27, 2023 @ 11:34 am
Duttapukur: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত অন্তত ৭

পূর্ব মেদিনীপুরের এগরার পরে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর। ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! রবিবার সকাল ১১টা নাগাদ তীব্র বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দত্তপুকুরের মোঝপোল এলাকা। এখনও পর্যন্ত অন্তত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর।

এই মুহূর্তে দমকল বাহিনীর পক্ষ থেকে উদ্ধারকাজ চালানো হচ্ছে। বারাসাত পুলিশে জেলার এসপির নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় এসে উপস্থিত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশ-প্রশাসনের কাছে এই সমস্ত বেআইনি বাজি কারখানা নিয়ে বারবার অভিযোগ জানানো হয়েছিল। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Related Articles