দত্তপুকুরের নীলগঞ্জ পঞ্চায়েত এলাকার বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কাণ্ডে প্রাণ গিয়েছে অন্তত ৭ জনের। এই ঘটনায় এবার কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তাঁর নির্দেশে ইতিমধ্যেই ঘটনার তদন্তভার হাতে নিয়েছে রাজ্য সিআইডি। সংস্থার শীর্ষ তদন্তকারী আধিকারিকরা এদিনই ঘটনাস্থলে পৌঁছে নমুনা সংগ্রহের কাজ করেছেন। রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে বার্তা দেওয়া হয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।